Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:০৮

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট পেল বাংলাদেশ

জিতলেই নিশ্চিত হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এমন সমীকরণ মাথায় রেখে ভারতের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু বিশ্বকাপের আয়োজকদের জয়রথ থামাতে পারেনি ডাচরা। রবিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বোলারদের ব্যর্থতায় হেরেছে ১৬০ রানে। নেদারল্যান্ডসের এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ।

ভারত-নেদারল্যান্ডস ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের লিগপর্ব শেষ হয়েছে। প্রথম রাউন্ডে একমাত্র অপরাজেয় দল ভারত। স্বাগতিকরা ছাড়া সেমিফাইনালের অপর তিন দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সেরা আটে রয়েছে যথাক্রমে পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড এবং বাংলাদেশ। 

আইসিসির নিয়ম অনুযায়ী টেবিলের সেরা আট দল খেলবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

দশ দলের বিশ্বকাপে টেবিলের তলানীতে রয়েছে নেদারল্যান্ডস। তাদের ওপরের স্থানে রয়েছে শ্রীলঙ্কা। এই দুই দলের মতো বাংলাদেশের পয়েন্টও ৪। তবে নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে টিম টাইগার্স। 

এই টুর্নামেন্ট খেলে অবসরে যাওয়ার ঘোষনা দিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

Facebook
Twitter
LinkedIn