, মুন্সীগঞ্জ এর সামাজিক সম্প্রীতি উন্নয়নের অন্যতম হাতিয়ার শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা – ২০২৩ অনুষ্ঠিত ২৬ আগষ্ট ২০২৩ খ্রি. শনিবার বেলা সাড়ে ১১ ঘটিকায় শ্রীনগরের সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল- শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ বনাম রুসদী উচ্চ বিদ্যালয়। অংশগ্রহণকারীঃ শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ শেখ আবরার জামি (দলনেতা), গাজী নাফিজ, ফয়সাল আহমেদ, অঙ্কন মল্লিক (অতিরিক্ত)। রুসদী উচ্চ বিদ্যালয়ঃ মোঃ তালহা জুবায়ের (দলনেতা), মোঃ ফাহিম শেখ, মোঃ আব্দুল্লাহ আল আমিন, সানজিদা ইসলাম (অতিরিক্ত)। বিজয়ী দলঃ রুসদী উচ্চ বিদ্যালয়ঃ রানার্সআপ দলঃ শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ বক্তাঃ মোঃ তালহা জুবায়ের, দলনেতা-রুসদী উচ্চ বিদ্যালয়। মডারেটর হিসেবে বিতর্ক প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন প্রখ্যাত শিক্ষক নেতা মুহাম্মদ জাহাঙ্গীর খান পিস এম্বাসেডর, পিএফজি- শ্রীনগর ও মহাসচিব- বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট। সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় মোঃ জসিম মোল্লা কো-অর্ডিনেটর, পিএফজি- শ্রীনগর বিতর্কের সমন্বয়কঃ দেওয়ান আবুল হাশেম পিস এম্বাসেডর, পিএফজি- শ্রীনগর বিচারক মন্ডলীঃ মোঃ আব্দুল লতিফ মিয়া প্রধান শিক্ষক- সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল, এসএমএ খালেক সাবেক ডিজিএম- বাংলাদেশ কৃষি ব্যাংক, এসএম তৌহিদুল ইসলাম প্রধান শিক্ষক – ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়, মোঃ নুরুল আমীন মিয়া প্রধান শিক্ষক -বেলতলী জিজে হাই স্কুল, মোঃ শরিফুল ইসলাম প্রশাসনিক সুপারভাইজার – প্রেসিডেন্ট ইয়াজ উদ্দিন কলেজ। আলোচনা সভায় পিএফজির এম্বাসেডর শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম হোসেন খান এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মোঃ জসিম মোল্লার উপস্থাপনায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুন খান, হাসাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন মৃধা, বিএনপি নেতা হুমায়ুন কবির, শহীদুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম মাষ্টার, জাকির মাষ্টার, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন, মর্জিনা বেগম মুন্নী, আরমিন সরদার, হাঙ্গার প্রজেক্টের সহকারী পরিচালক ড. নুরুন নাহার নুর লুবনা, আঞ্চলিক কো-অর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, সহকারী প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার, রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহ-প্রধান শিক্ষক পবিত্র কুমার সরকার, সাইফুল ইসলাম, মিনহাজ, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক আফিফা আক্তার, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শেখ আসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির লস্করসহ শিক্ষক, অভিভাবক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চ্যাম্পিয়ন, রানার্স আপ ও শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট এবং অংশগ্রহনকারী, মডারেটর, বিচারক, এম্বাসাডর, কো-অর্ডিনেটর, আমন্ত্রিত অতিথিদের মেডেল দিয়ে সম্মানিত করা হয় ।