Search
২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১:২৩

ছাত্রদের দু’গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। বর্তমানে ক্যাম্পাসের চরম উত্তেজনা বিরাজ করছে।

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ আছে।

তবে কুয়েটের ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীরা সংগঠনের নতুন সদস্য অন্তভুক্ত করার জন্য মঙ্গলবার সকাল থেকে ফরম বিতরণ শুরু করেন। এ খবর ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে পড়লে ছাত্রশিবির কর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটায়, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’ সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসলে ছাত্রদলের সাথে ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। সংঘর্ষ কুয়েটের ক্যাম্পাসের বাহিরেও ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসের চরম উত্তেজনা বিরাজ করছে।

এঘটনায় খানজাহান আলী থানা পুলিশের ওসি মো. কবির হোসেন বলেন, কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

এ বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) নাজমুল হাসান রাজীব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।

Facebook
Twitter
LinkedIn