Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১১:৪৯

ছোটপর্দায় জুটি বেঁধেছেন মৌসুমী ও শাহেদ

চিত্রনায়িকা মৌসুমী এবং অভিনেতা শাহেদ শরীফ খান দুজনই জনপ্রিয় অভিনয় তারকা। শোবিজে দীর্ঘদিন ধরেই কাজ করেন তারা। তবে ক্যামেরার সামনে মুখোমুখি হয়েছিলেন এর আগে দুইবার। 

আগের কাজগুলোর জন্য দুজনেরই সুখস্মৃতি আছে। সেই ধারাবাহিকতায় তৃতীয়বার একসঙ্গে অভিনয় করেছেন একটি নাটকে। এটির নাম ‘ভক্ত’। 

পরিচালনা করেছেন তারেক শিকদার। কক্সবাজার ও ঢাকার কিছু লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে মৌসুমী একজন চিত্রনায়িকার চরিত্রেই নাটকটিতে অভিনয় করেছেন। 

এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, আমাকে ঘিরে একজন পাগল ভক্তের নানান ধরনের উন্মাদনা নিয়েই ভক্ত টেলিফিল্মের গল্প। ভক্তটি আমাকে এতটাই ভালোবাসে যে, সে আমাকে খুঁজতে কক্সবাজারে গিয়েও হাজির হয়। নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাকে টেলিফিল্মের গল্পে। এছাড়া শাহেদের সঙ্গে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করলাম। শুরুতে যে শাহেদকে দেখেছি চুপচাপ শান্ত, এখনো  আগেরই মতো আছে শাহেদ। অভিনয়ের প্রতি ভালোবাসাটা আছে তার। 

শাহেদ শরীফ খান বলেন, আমার ভীষণ প্রিয় একজন নায়িকা মৌসুমী আপা। তারসঙ্গে এর আগে দুটো নাটকে কাজ করেছিলাম। সেই সময়ই তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছিলেন। নিঃসন্দেহে তিনি এ দেশের একজন বড়মাপের অভিনেত্রী। অনেক বড় মনেরও একজন মানুষ। সবসময়ই তার সঙ্গে কাজ করাটা আমি ভীষণ উপভোগ করি। আশা করছি টেলিফিল্মটি দর্শকের ভালোলাগবে। 

এটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এর আগে মৌসুমী ও শাহেদ প্রথম একসঙ্গে অরুণ চৌধুরীর পরিচালনায় ‘টুরিস্ট’ এবং দ্বিতীয়বার  মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি’ নাটকে অভিনয় করেন। 

এদিকে মৌসুমী এরই মধ্যে জামালের নির্দেশনায় নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শেষ করেছেন। শাহেদ জানান রিয়াজুল রিজুর নির্দেশনায় তিনি ‘ব্ল্যাক নাইট’ সিনেমার কাজ শুরু করেছেন। এতে তার সহশিল্পী আইরিন। 

এছাড়াও আগামী ২৩ নভেম্বর থেকে তিনি তৌকীর আহমেদের পরিচালনায় ‘রূপালী জ্যোৎস্নায়’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন। 

Facebook
Twitter
LinkedIn