২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪৪

ছয় কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২১ সময়ে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো : রহিমা ফুড লিমিটেড, ডেল্টা স্পিনার্স লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড, কে অ্যান্ড কিউ লিমিটেড ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ রোববার (৩০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, রহিমা ফুড লিমিটেডের চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৭ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ০.০৩ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৩ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ০.০৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য ছিল ৯ টাকা ২১ পয়সা।

ডেল্টা স্পিনার্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ০১ পয়সা। গত বছর একই সময়ে ০.০৪ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ০.০৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য ছিল ১৩ টাকা ৪৭ পয়সা।

এদিকে আলোচিত সময়ে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইপিএস হয়েছে ২৫ পয়সা। গত বছর একই সময়ে ৩৪ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ’২১) তাদের শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৮৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য ছিল ১৪ টাকা ৪২ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ০৩ পয়সা। গত বছর একই সময়ে ৪৩ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২১ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৬৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য ছিল ১৯ টাকা ১০ পয়সা।

এদিকে কে অ্যান্ড কিউ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে ০৯ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য ছিল ৭৭ পয়সা।

অন্যদিকে গতকাল শনিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এতে দেখা গেছে, কোম্পানিটির ইপিএস হয়েছে ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ৪০ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য ছিল ২৭ টাকা ৫৭ পয়সা।

Facebook
Twitter
LinkedIn