২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০২

জনগণই ঠিক করবে আওয়ামী লীগ নির্বাচন করবে কি না: মির্জা ফখরুল

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বিএনপি বলতে পারে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ফেনীর ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে এক সভায় এ মন্তব্য করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কি না, তা জনগণ ঠিক করবে।’

অবশ্য যারা অপরাধ করেছে তাদের বিচার ও শাস্তিও দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।’

Facebook
Twitter
LinkedIn