বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনী রোডম্যাপ নির্ধারণের জন্য সংস্কারের নাম করে সময়ক্ষেপনের দরকার নেই। সংস্কার হবে বিএনপির দেয়া ৩১ দফার ভিত্তিতে। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া মাত্র। জনগণের পালস বুঝে ডিসেম্বরের আগেই দ্রুত নির্বাচন দিন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনার কিছু উপদেষ্টা জনগণের পালস বুঝেনা। তাদের নসিহত করুন। অথবা বিদায় দিন। জনগণের বিরুদ্ধে যাবেন না। গণ-অভ্যুত্থানের স্প্রিড অনুযায়ী নিত্যপণ্যের মূল্যের উর্ধ্বগতি রোধ করুন। আইনশৃংখলা পরিস্থতির উন্নতিতে নজর দিন। পতিত হাসিনার দোসরদের অস্থিরতার অপচেষ্টা শক্ত হাতে দমন করুন।’
তিনি বলেন, ‘অনুপাত-অনুপাত নির্বাচন যারা চান, তাদের রাজনৈতিক অনুপাতের জ্ঞান নেই। স্থানীয় নির্বাচন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসায়না। জাতীয় সংসদেই নির্ধারিত হবে গণতান্ত্রিক সংস্কারের সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণতন্ত্র রক্ষার সকল কর্ম।’