২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১১:০৯

জন্মদিনের একদিন আগেই নতুন রুপে নুসরত

আজ রোববার ৩২-এ পা দিলেন নুসরাত। তার আগেই নতুন অবতারে সামনে এলেন নুসরত। বললেন,  ‘এ নতুন আমি’। কিন্তু কিসের এই বদল, হঠাৎ এমন বদলের প্রয়োজনই বা হল কেন!

আসলে নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে ঘটেছে নুসরতের। কখনও সমুদ্রপারে, কখনও শহরেই নতুনভাবে গ্ল্যামারসের উষ্ণতা ছড়াচ্ছেন নুসরত। আসলে নতুন বছরটা নতুনভাবেই উপভোগ করতে চান অভিনেত্রী। তিনি নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নতুন বছর নতুন শুরু’। কিন্তু তার জীবনে কী বদল ঘটল নতুন বছরে, তা খোলাসা করে বলেননি তৃণমূলের এই তারকা সাংসদ।

ছেলের ঈশানের জন্মর পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে তার জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে অভিনেত্রীর গত বছর। ২০২৩-এ ভক্তদের নতুনত্ব নিয়ে ফেরার আশ্বাস দিলেন তিনি ।

Facebook
Twitter
LinkedIn