২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:২১

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৩ উইকেট

৬ উইকেট হাতে নিয়ে ১০০ রান তাড়া করতে নেমে রোববার দিনের শুরুতে জয়দেব উনাদকাটের উইকেট হারায় ভারত। দিনের দ্বিতীয় ওভারে ভারত শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। এর পরের গল্প পুরোটাই মেহেদী হাসান মিরাজের। পরপর নিজের দুই ওভারে ঋষভ পান্ট ও অক্ষর প্যাটেলকে ফেরান ডানহাতি এ স্পিনার। ম্যাচের পরিস্থিতি বিচারে ঢাকা টেস্টে এখন ভারতের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৭৯ রান। ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ৬৬ রান, হাতে আছে ৩ উইকেট। উইকেটে আছেন আগের ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা শ্রেয়াস আইয়ার। তাকে সঙ্গ দিচ্ছেন রবীচন্দন অশ্বিন।

ব্যক্তিগত ১৩ রানে থাকা ভারতীয় পেসার জয়দেব উনাদকাটকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দিনের খেলার শুভসূচনা করেন অধিনায়ক সাকিব। এরপর ঋষভ পান্তকেও একইভাবে আউট করেন মিরাজ। এখন পর্যন্ত ভারতীয় ইনিংসে সবচেয়ে বেশি রান করা অক্ষ প্যাটেলকে বোল্ড করেন মিরাজ। ৩৪ রান করে ফিরেছেন অক্ষর। 

এর আগে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২২৭ রান। জবাবে ভারত সংগ্রহ করেছিল ৩১৪ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ২৩১ রান। ফলে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রানের।

Facebook
Twitter
LinkedIn