২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪৫
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪৫

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার প্রার্থী

বাতিল হওয়া গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে নৌকার জয়ের পক্ষে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন। এই প্রার্থী বেলন, আমি আশা করি ফুলছড়ি-সাঘাটার মানুষ আমাকে ভোট দিয়ে জয়ী করবেন। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পর নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানালেন ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি।

আজ (বুধবার) সকালে ফলিয়া দিগর দাখিল মাদরাসা কেন্দ্রে দিনের প্রথম প্রহরে ভোট দেন নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী

গত অক্টোবরের ভোটে একটি অনাকাক্সিক্ষত ঘটনার পর নতুন করে নিজের অবস্থান কতটা শক্তিশালী করতে পেরেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানকার মানুষ এই দিনটির জন্য অপেক্ষায় ছিল। তারা আজকে সেই সুযোগ পেয়েছে। আমি বিশ্বাস করি জনগণ শতভাগ ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

এই উপ-নির্বাচনে তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী জাতীয় পার্টির গোলাম শহীদ রঞ্জুসহ ৫ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভোটারদের উপস্থিতিতে সকাল থেকে চলছে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। তীব্র শীতে জুবুথুবু অবস্থা হলেও সাতসকালে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন নানা বয়সী মানুষ। ইভিএমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।

ফুলছড়ি সাঘাটার ১৭টি ইউনিয়নের মোট ১৪৫টি কেন্দ্রে এই উপ-নির্বাচনের ভোট হচ্ছে। এখানে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।

Facebook
Twitter
LinkedIn