সাঈদ ইবনে হানিফ |
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে)’র বার্ষিক আনন্দ আয়োজন ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। যশোরের অভয়নগর নওয়াপাড়ার কনা ইকোপার্কে এই বনভোজন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দিনব্যাপি এ আয়োজনে জেলা সাংবাদিক ইউনিয়নের ৮ টি উপজেলার প্রায় সকল সদস্য ও তার পরিবারের সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিগণ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতা বর্ষিয়ান সাংবাদিক জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা ফকির শওকত, প্রধান উপদেষ্টা দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরউদ্দিন বাবুল, উপদেষ্টা একেএম গোলাম সরোয়ার, দৈনিক সমাজের কথা নির্বাহী সম্পাদক আমিনুর রহমান মামুন।
যশোর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, এসএস বিল্ডার্স যশোরের স্বত্বাধিকারী হীরক, বাংলার ভোর পত্রিকার সম্পাদক জ্যোতি প্রমূখ। শেখ দিনু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় বার্ষিক সর্ববৃহৎ এই আনন্দ আয়োজনে দিনব্যাপি নানা ইভেন্টে অনুষ্ঠিত হয়।
প্রাণবন্ত সমৃদ্ধ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে বাউল কন্ঠ শিল্পী আব্দুল মজিদ, চ্যানেল আই এর গানের রাজা বিজয়ী সালভিয়া আফরোজ জয়ী, যন্ত্রশিল্পী পল্লব, উত্তম ও হাসান সহ অনেক শিল্পী।
উপস্থিত ছিলেন, কমিটির সহ-সম্পাদক মোকাদ্দেছুর রহমান রকি, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা, নির্বাহী সদস্য কাজী হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, গোলাম মোস্তফা বাবু, খান কে এম শরাফত উদ্দিন , তরুণ কুমার, সাঈদ ইবনে হানিফ সহ সংগঠনের বিভিন্ন উপজেলা ইউনিট চীফগণ ।
আলোচনায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মফস্বল পর্যায়ে জেলা শহরে এবং উপজেলা পর্যায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে কলম ধরে। কোন দলের লেজুড় বৃত্তি নয় সময়ের সাহসী ভূমিকা রাখতে হবে। এসময় ,
জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের দৃষ্টি আকর্শন করে বলা হয় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে মামলা হামলা শিকার হলে অবশ্যই ইউনিয়নের পক্ষ থেকে জোরালোভাবে তার পাশে দাঁড়ানো হবে।
সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলা নানা অনুষ্ঠানমালা ভোগ করেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও তাদের পরিবারের লোকজন। আড্ডা ও আলোচনায় অনেকে তাদের স্মৃতিচারণ করেন। সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও এই আনন্দ আয়োজনে অংশ নেন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা ।# ২৮/২/২০২৫ ইং।