Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩০

জাতীয় গ্রন্থাগার দিবস আজ

সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হবে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে রোববার (৫ ফেব্রুয়ারি) দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

বেলা ১১টায় রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদফতর প্রাঙ্গণে দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হবে হবে। দ্বিতীয় পর্বে সাড়ে ১১টায় অধিদফতরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় গন্থাগার দিবস উদযাপনের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে স্বাগত বক্তব্য দেবেন গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক মো. আবুবকর। সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।

মূল আলোচক বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ড সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক। তৃতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook
Twitter
LinkedIn