২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩৫

জাতীয় ভ্যাট দিবস আজ

রোববার জাতীয় ভ্যাট দিবস। একই সঙ্গে শুরু হচ্ছে ‘জাতীয় ভ্যাট সপ্তাহ’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নেব’। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্যাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আজ এক সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে রাজস্ব প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, রাষ্ট্র পরিচালনাসহ উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে এবং সব ব্যয় নির্বাহ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের অন্যতম উৎস রাজস্ব খাত।

প্রধানমন্ত্রী বলেন, ভ্যাট দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণের অন্যতম  প্রধান উৎস। রাজস্ব আয় থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন   এবং সেবা ব্যয় নির্বাহ করে থাকে।

Facebook
Twitter
LinkedIn