৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি / রাত ১১:১৬
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি / রাত ১১:১৬

জাতীয় ৮ দিবস বাতিলের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের বিবৃতি

ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (১৬ অক্টোবর) আওয়ামী লীগের পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনাবিরোধী কাজ করে আসছে। সুপরিকল্পিতভাবে মানবিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টে বিভিন্ন পদক্ষেপ নিয়েই যাচ্ছে। তারা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের শত্রুজ্ঞান করছে। জাতীয় রাজনীতি থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করতে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করছে, মিথ্যা মামলায় গণগ্রেফতার চালাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে দেশে নৈরাজ্যবাদ কায়েম করেছে, যাকে মাৎস্যন্যায় বলা চলে। সরকারের অদক্ষতা ও অনাচারে অতিষ্ঠ মানুষ এরইমধ্যে বলতে শুরু করেছে, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা’।

Facebook
Twitter
LinkedIn