Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০১

জানুয়ারি থেকে সরকারি হাসপাতালে বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষা

আগামী বছরের শুরুতে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে সবার জন্য বাৎসরিক হেলথ চেকআপ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার দুপুরে, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবা কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নির্দিষ্ট প্যাকেজের আওতায় স্বল্প অর্থের বিনিময়ে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে সাধারণ মানুষ। এতে দ্রুত সময়ে রোগ শনাক্তের পাশাপাশি মৃত্যুহারও কমিয়ে আনা সম্ভব হবে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে এই সেবা চালু করা সম্ভব হবে। 

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দেশে প্রতিবছর ৯০ হাজার নবজাতক মারা যাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে হবে। সেই ধারাবাহিকতায় সারাদেশে ৫০টি জেলায় বিশেষায়িত সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব সেবা কেন্দ্রে সময়ের আগে জন্মগ্রহণ করা ও নানা রোগে আক্রান্ত নবজাতকরা বিশেষায়িত সেবা পাবে।

Facebook
Twitter
LinkedIn