২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:০০
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:০০

জাপানের কাছে ২-১ গোলে ধরাশায়ী জার্মানি

টবল বিশ্বকাপে আবারও বড় অঘটন। প্রথম ম্যাচেই শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর এবার এশিয়ার পরাশক্তি জাপান দেখালো নতুন চমক। কাতার বিশ্বকাপে জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তারা ২-১ গোলে জয়ী হয়েছে।

শুরু থেকে এশিয়া জায়ান্টদের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় জার্মানি। হ্যাভার্টজ, গ্যানাব্রিরা জালের ঠিকানা পাননি।

কাউন্টার অ্যাটাকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জাপান। সময়ের সাথে বলের ওপর দখল বাড়ায় জার্মানি। প্রথমার্ধের প্রায় পুরো সময় ৮০ শতাংশের বল পায়ে রেখেছে তারা। ফল আসে ৩৩ মিনিটে পেনাল্টি থেকে স্কোর করেন ইকার গুনদুগান।

তবে দুয়ান ৭৫ মিনিটে সমতায় ফেরায় জাপানকে। এর ৮ মিনিট পর, জার্মানির জালে দ্বিতীয় গোল দেন অ্যাসানো। এতেই চারবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ শুরু হল হতাশা দিয়ে।

Facebook
Twitter
LinkedIn