Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:১০

জাহিদ হাসান-নাদিয়ার ‘প্লিজ মাফ করবেন’

আসন্ন ঈদ উপলক্ষে ছোট পর্দায় নাটকের হিড়িক পড়েছে। ডিরেক্টর গিল্ডের সহ-সভাপতি ও নির্মাতা ফরিদুল হাসানও নির্মাণ করেছেন ৩টি নাটক। নাটকগুলো হলো ‘সুন্দরী বাইদানী-২’, ‘ফরেন লাভ’ ও ‘প্লিজ মাফ করবেন’।

এরমধ্যে একটি ৭ পর্বের ধারাবাহিক ও দু’টি একক। ৭ পর্বের ধারাবাহিক নাটকের নাম ‘সুন্দরী বাইদানী-২’। ঈদের ৭ দিন বৈশাখী টিভিতে প্রচার হবে রাত ১১-০৫ মিনিটে। টিপু আলম মিলনের গল্পে জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে এ নাটকে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, রওনক হাসান, জামিল, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, কাজী উজ্জল প্রমুখ।

একক নাটকের মধ্যে ঈদের ৫ম দিন বৈশাখী টিভিতে রাত ৮.১০ মিনিটে প্রচার হবে ‘ফরেন লাভ’। টিপু আলম মিলনের গল্পে এ নাটকের চিত্রনাট্য করেছেন অনামিকা মণ্ডল। অভিনয় করেছেন স্প্যানিশ অভিনেত্রী ডায়ানা, সৈয়দ জামান শাওন, নান্নু ফারুক আহমেদ প্রমুখ।

সিফ্রাত মোশাররফের রচনায় জাহিদ হাসান ও নাদিয়া আহমেদ অভিনীত ‘প্লিজ মাফ করবেন’ নাটকটি প্রচার হবে আরটিভিতে।

Facebook
Twitter
LinkedIn