জায়েদ খান ভুয়া কাগজ দেখিয়ে সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন বলে মন্তব্য করেছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন। রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
সাইমন প্রশ্ন করেন, কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিলো তার কাগজপত্র এখনো বের হয়নি। তাহলে তিনি কোন কাগজ দেখিয়ে শপথ নিলেন?
সাইমন আরও বলেন, আসলে কাগজটি সঠিক ছিলো কি না, আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু জায়েদ খান কাগজ দেখাননি।
তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ার কাছে জানতে চেয়েছিলাম। উনি বলেছেন, কাগজ সঠিক কি না জানেন না। আগামী এক মাসের জন্য যে স্টে অর্ডার দেওয়া হয়েছে, তারপর আমরা সঠিক বিচার পাব।
রবিবার (৬ মার্চ) দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খান বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণ আক্তারের করা আবেদনের শুনানি নিয়ে রবিবার বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ এপ্রিল দিন ধার্য করেছেন।