২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:২০
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:২০

জিপি-টেলিটকের ডেটায় আনলিমিটেড মেয়াদ

গ্রামীণফোন ও টেলিটকের চার ডেটা প্যাকেজের মেয়াদ এখন আনলিমিটেড। ৬, ১৫, ২৬ ও ৪০ জিবির ডেটা কিনলে মেয়াদ ফুরিয়ে যাওয়ার চিন্তা নেই। 

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন খাঁন।

তিনি বলেন, গ্রাহকদের স্বার্থ বিবেচনায় গ্রামীণফোন ও টেলিটক আনলিমিটেড মেয়াদের চারটি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে। গ্রামীণফোনের প্যাকেজ দুটি হলো- ১ হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি ও ৫৪৯ টাকায় ১৫ জিবি। আর টেলিটক বাংলাদেশ লিমিটেডের দুটি প্যাকেজ হলো-  ১২৭ টাকায় ৬ জিবি ও ৩০৯ টাকায় ২৬ জিবি। 

এর আগে, চলতি বছরের ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল অপারেটরগুলো বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ দেয়। অন্যান্য অপারেটরগুলো পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে। আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া ও নির্দেশিকা অনুসরণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn