বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায় গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডি সুগন্ধা কমিউনিটি সেন্টারের সামনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক ও ঢাকা ১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, প্রতিটি প্যাকেটে লুঙ্গি, শাড়ি, শুকনা খাবার রয়েছে। এছাড়া দেওয়া হয়েছে নগদ অর্থ।
এরপর দুপুর ২টার দিকে ইশরাক হোসেনের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ করা হয়। এর আগে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এরপরে বিকেল ৩টার দিকে রাজধানীর শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবন ও খিলগাঁও জোরপুকুর মাঠসহ রাজধানীর বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সোমবার ও মঙ্গলবারও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮০টি স্থানে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবে বিএনপি।