Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১২:৩৩

জুটি হচ্ছেন শাহরুখকন্যা ও অমিতাভের নাতি!

ম্প্রতি আরিয়ান খানের মাদক মামলা নিয়ে বেশ অস্বস্তিতে সময় কেটেছে বলিউডের খান পরিবারের। এর মধ্যেই একটি সুখবর এলো। বড় পর্দায় নাকি অভিষেক ঘটতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের।

গুঞ্জন উঠেছে, এই স্টারকিডের বিপরীতে দেখা যেতে পারে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। তাদের নিয়ে সিনেমা নির্মাণ করবেন জোয়া আখতার।

শোনা যাচ্ছে, তাদের দু’জন ছাড়াও থাকছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর ও সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানও।

সম্প্রতি ইনস্টাগ্রামে জোয়া আখতার জনপ্রিয় কমিক চরিত্র ‘আর্চি’র একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, এবার আর্চি আসছে দেশি রূপে। নেটফ্লিক্সে জনপ্রিয় আর্চিকে নিয়ে হাজির হতে যাচ্ছি। সঙ্গে থাকছে বলিউডের নতুন প্রজন্ম! আর এতেই গুঞ্জন রটে, এই স্টারকিডদের নিয়ে কাজ করার বিষয়টি।

এদিকে, অনেক আগে থেকে বলিউডের এই তারকাপুত্র ও কন্যাদের নিয়ে সিনেমায় বানাতে নামকরা সব নির্মাতারা মুখিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’খ্যাত এই পরিচালক।

Facebook
Twitter
LinkedIn