Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৪:৫৯

জুলাই মঞ্চে নারী শিক্ষার্থীদের স্বরণ

বইমেলা প্রতিদিন : নিজস্ব প্রতিবেদক

গতকাল শনিবার, অমর একুশে বইমেলা ২০২৫-এর ৮ম দিন ছিল। মেলা শুরু হয় দুপুর ২:০০টায় এবং চলে রাত ৯:০০টা পর্যন্ত। এদিন নতুন বই এসেছে ১০২টি।

শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা

অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে সকাল ৯:৩০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক-শাখায় ৩৪ জন, খ-শাখায় ৬৬ জন এবং গ-শাখায় ৩৯ জন। সর্বমোট ১৩৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

মূলমঞ্চ থেকে

বিকেল ৪:০০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘একজন মোহাম্মদ হারুন-উর-রশিদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন রফিক-উম-মুনীর চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন আবদুস সেলিম এবং মোহাম্মদ হারুন রশিদ। সভাপতিত্ব করেন খালিকুজ্জামান ইলিয়াস।
প্রাবন্ধিক বলেন, মোহাম্মদ হারুন-উর-রশিদ ছিলেন একাধারে শিক্ষক, শিক্ষাবিদ, প্রশাসক, কবি, লেখক, অনুবাদক ও সুফিবাদ চর্চাকারী। তাঁর লেখালেখির জগৎ বিচিত্র। তিনি ভাষা-সমাজ-শিক্ষা প্রসঙ্গে জ্ঞানগর্ভ প্রবন্ধ যেমন লিখেছেন, তেমনি রচনা করেছেন সুখপাঠ্য ভ্রমণকাহিনি। অনুবাদের ক্ষেত্রেও তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর লেখনি ও ভাষার অন্যতম আকর্ষণীয় বিষয় হলো সহজবোধ্যতা ও রসবোধ। সময়ের পেক্ষাপটে তাঁর চিন্তাচেতনা বেশ আধুনিক ও সময়োপযোগী ছিল, যার আবেদন বর্তমান সময়ের প্রেক্ষাপটে আরও অর্থবহ হয়ে উঠেছে।
আলোচকদ্বয় বলেন, অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ ছিলেন একজন সৎ, সাহসী, আপসহীন, ক্ষণজন্মা, মেধাবী ও আত্মমর্যাদাসম্পন্ন মানুষ। তিনি বাংলাদেশের সুফিবাদ ও সুফি-সাহিত্যের একজন বিশিষ্ট লেখক। অনুবাদকর্মের পাশাপাশি সংস্কৃতি ও সাহিত্য সমালোচক হিসেবেও তিনি তাঁর গভীর জ্ঞানের পরিচয় দিয়েছেন। তিনি ছিলেন সংবেদনশীল এবং বন্ধুবৎসল একজন মানুষ। ব্যক্তিজীবনে অত্যন্ত স্বাধীনচেতা মোহাম্মদ হারুন-উর-রশিদ একজন শুদ্ধ, লড়াকু এবং গভীর প্রজ্ঞাময় মানুষ হিসেবে আমাদের জন্য আদর্শ হয়ে থাকবেন।

সভাপতির বক্তব্যে খালিকুজ্জামান ইলিয়াস বলেন, অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে বাংলা প্রচলনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী বিরল প্রকৃতির একজন মানুষ।

জুলাই’র গল্প মঞ্চ

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

জুলাই অভ্যুত্থানে যেভাবে সরাসরি নারী শিক্ষার্থীদের উপর নিপীড়ণ চালানো হয়েছিল, ৫ আগস্টের পর অনলাইনে এখনও একইভাবে নারীদের টার্গেট করে চরিত্রহননের চেষ্টা করছে পরাজিত শক্তি।

অমর একুশে বইমেলার বিশেষ আয়োজন ‘জুলাইর গল্প’ মঞ্চে শনিবার অংশ নিয়ে এসব কথা বলেন অতিথিরা।

শনিবার অমর একুশে বইমেলার ‘জুলাইর গল্প’ আয়োজনে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা নামলাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি। জুলাই আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতা ও তার পরবর্তী সময়ে বাংলাদেশ বিনির্মান নিয়ে আশা প্রত্যাশার কথা বলেন তারা।

নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘আন্দোলনে যেভাবে মেয়েদের গায়ে হাত তুলেছিল আওয়ামীলীগ, তেমনি এখনও অনলাইনে টার্গেট করে করে চরিত্রহননের চেষ্টা করছে যারা। যেটা শারীরিক লাঞ্চনার চেয়েও মোটেও কম কথা নয়’।

মালিহা নামলাহ বলেন, ‘যারা জুলাই মাসে অবলীলায় মানুষ খুন করেছে, তাদের কাছ থেকে অনুশোচনা আশা করাটাও বোকামি’। আওয়ামীলীগ রাজনৈতিক আধিপত্য বিস্তার করে স্বৈরতন্ত্র কায়েম করেছে

উল্লেখ করে তিনি বলেন, ‘হিজাব পরে আন্দোলন গিয়েছি বলে, আওয়ামীলীগ আমাদেরকে জঙ্গী ও শিবির ট্যাগ দিয়ে তালিকা প্রকাশ করেছিল। যেন বা আমার পোশাক নির্ধারণ করে দেবে আমি এক্টিভিস্ট হব নাকি না’।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক ও সাংবাদিক জুবায়ের ইবনে কামাল।

লেখক বলছি মঞ্চে

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন – কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এবং কবি জব্বার আল নাইম।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন – কবি ফরিদ সাইদ এবং কবি প্রদীপ মিত্র। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী কামাল মিনা এবং ফারহানা পারভীন হক তৃণা। আজ ছিল আরিফুজ্জামান চয়নের পরিচালনায় নৃত্য সংগঠন ‘উদ্ভাস নৃত্যকলা একাডেমী’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী ফারাহ দিবা খান লাবণ্য, সুষ্মিতা দেবনাথ সূচি, বিজন চন্দ্র মিস্ত্রী, গার্গি ঘোষ, শার্লি মার্থা রোজারিও এবং মো. রেজওয়ানুল হক। যন্ত্রাণুষঙ্গে ছিলেন চন্দন দত্ত (তবলা), শ্যামা প্রসাদ মজুমদার (কী-বোর্ড), শেখ আবু জাফর (বাঁশি), দীপঙ্কর রায় (অক্টোপ্যাড)।

আজ রবিবার। অমর একুশে বইমেলার নবম দিন। মেলা শুরু হবে বিকেল ৩:০০টায় এবং চলবে রাত ৯:০০টা পর্যন্ত। বিকেল ৪:০০টায় বইমেলার মূলমঞ্চে আলোচনা অনুষ্ঠান তো থাকছে। থাকছে অন্যন্য আয়োজন। সবাই চলে আসুন স্ব-বান্ধবে। পরিজন নিয়ে।

তথ্য সহযোগিতায় :
নার্গিস সানজিদা সুলতানা (উপপরিচালক, জনসংযোগ উপবিভাগ) বাংলা একাডেমি

Facebook
Twitter
LinkedIn