সকালে আঁতকে ওঠার মতো এক খবর পায় দেশের ক্রিকেটপ্রেমীরা। মাঠেই হার্ট অ্যাটাক এরপর লাইফ সাপোর্টে নেওয়া হয় সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এরপর যেতে হয় অস্ত্রোপচারের মধ্য দিয়েও। তবে আশার কথা, এখন জ্ঞান ফিরেছে তামিমের। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি।
সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে হাসপাতালে নিলে জরুরি ভিত্তিতে হার্টে রিং পরানো হয়। এই মুহূর্তে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলেই আভাস পাওয়া যাচ্ছে।