২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৪:২১

জয়ার ভক্তদের জন্য সুখবর

দেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’ -এ। সিনেমার শুটিং শেষ হলেও নানা কারণে ছবিটি মুক্তি পায়নি।

অবশেষে সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে চলেছে ছবিটি। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। এই তথ্য নিশ্চিত করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল।

এই খবর পেয়ে জয়া আহসানসহ ছবির সব কলাকুশলীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারিতে। ছবিটি দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন অনেকদিন ধরেই। আশা করছি গুণি নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন।’

এদিকে নুরুল আলম আতিকও ছবিটি মুক্তির বিষয়টি নিশ্চিত করলেন। তিনি বলেন, ‘আমরা দর্শকের কাছে ‘পেয়ারার সুবাস’ পৌঁছে দিতে প্রস্তুত। ছবিটি নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে জানুয়ারিতে।’

ছবিতে অভিনয় করা প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে। ছবিটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। কেমন হয়েছে, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’

এ ছবির শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায়। ‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকেই।

Facebook
Twitter
LinkedIn