Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:২২

জয়ের বিকল্প নেই বাংলাদেশের

জিম্বাবুয়েতে তিন ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (৩১শে জুলাই) মাঠে নামবে বাংলাদেশ। হারারে স্পোর্টস গ্রাউন্ডে স্বাগতিক দলের মুখোমুখি হবে টাইগাররা। 

প্রথম ম্যাচে হার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচে জয় নিয়ে সমতায় ফিরতে চায় নুরুল হাসান সোহানের দল

অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জয় পাওয়ায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় জিম্বাবুয়ে। বিকেল ৫টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত এ ফরম্যাটে ১২ ম্যাচে এক জয় পেয়েছে বাংলাদেশ।

Facebook
Twitter
LinkedIn