১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩৮
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩৮

ঝালে লাল তরকারি? কমানোর তিন টোটকা

উৎসব পার্বণে রোজ তো রসুইয়ে ঝাল ঝাল নানা পদ তৈরি হচ্ছে। চলছে কবজি ডুবিয়ে খাওয়া, তবে সমস্যাটা তখনি হয় যখন সামান্য বেখেয়ালে ঝালের আধিক্যে শখের তরকারি আর মুখে তোলবার জো থাকে না। চলুন জেনে নেই কোন তিন উপায়ে তরকারির অতিরিক্ত ঝাল কমানো যায়-

রান্নায় লবণ কিংবা মরিচ যেটাই বেশি হয়ে যাক না কেন মুশকিল আসান হলো আলু। নিশ্চিন্তে কয়েক টুকরো আলু কেটে দিয়ে দিন তরকারিতে। ব্যাস, নুন ঝাল ব্যাল্যান্স হয়ে যাবে।

রোস্ট, কোরমা, রেজালায় একটু বাদাম বাটা না হলে চলেই না। স্বাদ বাড়াতে যেমন বাদাম বাটার জুড়ি নেই ঠিক তেমনি ঝাল কমাতেও কিন্তু ব্যবহার করতে পারেন বাদাম বাটা। এতে করে তরকারির স্বাদও বাড়বে আর কমে যাবে অতিরিক্ত ঝাল।

পোলাও কোরমায় পাতে লেবু না পরলে চলে না। এই লেবুর রস কিন্তু কমিয়ে দেবে আপনার তরকারির অতিরিক্ত ঝালও। নিশ্চিন্তে লেবু চিপে দিন তরকারিতে, কমে যাবে ঝাল।

Facebook
Twitter
LinkedIn