২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৫২
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৫২

ঝিনাইদহ-১ উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন মো: নায়েব আলী জোয়ারদার।

শনিবার (০৪ই মে) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। 

সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বসে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এতে জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ারদারকে উপনির্বাচনে নৌকার মনোনয়ন দেয়া হয়।

নায়েব আলী ঝিনাইদহের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য। 

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ই মার্চ ব্যাংককের বামরনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। মনোনয়ন পেতে দলটির ২৫ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

এদিকে, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনেরা যারা বাকি আছে তারা আস্তে আস্তে মনোনয়ন প্রত্যাহার করে নিবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। 

এসময় বিএনপি নেতাদের কথা মাঠের কর্মীরা শোনে না বলেও মন্তব্য করেন সড়কমন্ত্রী।  

Facebook
Twitter
LinkedIn