সেমিফাইনাল নিশ্চিত করার মিশনে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের মুখোমুখি হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আজ জয় পেলেই অজিরা উঠে যাবে শেষ চারে। বিপরীতে আফগানিস্তানের সামনে সুযোগ আরো একটা ইতিহাস তৈরী করার।
এবার অবশ্য আসরের শুরু থেকেই ইতিহাস গড়ে যাচ্ছে আফগানরা। ইংল্যান্ডকে হারিয়ে হৈ হৈ রব ফেলে দেয়া দলটা এরপর হারিয়েছে আরো দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। শেষ ম্যাচে হারিয়েছে নেদারল্যান্ডসকেও। আছে সেমিফাইনালে উঠার লড়াই।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে আফগানিস্তান। এই নিয়ে ওয়ানডেতে দুই দলের দেখা হচ্ছে মোটে চারবার। খেলা শুরু বেলা আড়াইটায়।
অস্ট্রেলিয়া একাদশে আছে দুটো পরিবর্তন। স্টিভেন স্মিথ নেই একাদশে, ফিরেছেন ম্যাক্সওয়েল। ক্যামেরন গ্রিনের পরিবর্তে এসেছেন মিচেল মার্শ। বিপরীতে আফগান একাদশ থেকে বাদ পড়েছেন ফজলে হক ফারুকি, এসেছেন নাভিন উল হক।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেক স্টার্ক, এডাম জাম্পা, হ্যাজলউড, মার্নাস স্টয়নিস।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, নূর আহমেদ, রাশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন উল হক ও মুজিব-উর রহমান