নেপিয়ারে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। নেপিয়ার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার।
শেষ একদিনের ক্রিকেট খেলায় এই নেপিয়ারে বাংলাদেশের বোলারদের তোপে কেঁপেছিলো নিউজিল্যান্ড। মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিলো তারা। মাত্র ১ উইকেট হারিয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিলো টাইগাররা।
সেই একই মাঠে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। কেন উইলিয়ামসনের ইনজুরির কারণে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন মিচেল সান্তনার।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।