Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ২:৪৪

টসে জয়ী নাজমুল, জিততেই হবে তামিমদের

প্রেসিডেন্টস কাপে বাঁচা-মরার ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তামিম একাদশ। ত্রিদলীয় এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে আজকের ম্যাচে জিততেই হবে তামিমদের। তবে এর আগের তিন ম্যাচে আগে ব্যাট করা দলটিকে এবার ব্যাট করতে হবে ফ্লাড-লাইটের আলোতে।

কারণ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল একাদশ। নেট রান রেটে এগিয়ে থাকায় ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারুণ্য নির্ভর এই দলটি। এছাড়া এই ম্যাচে কোনো পরিবর্তন আনেনি তারা।

অন্যদিকে তামিম একাদশে এসেছে দুটি পরিবর্তন। বেঞ্চে বসেছেন তানজিদ তামিম, তাইজুল ইসলাম। একাদশে ফিরেছেন আকবর আলী এবং শরিফুল ইসলাম। একাদশে তিন উইকেটরক্ষক নিয়ে মাঠে নামতে যাচ্ছেন তারা।

নাজমুল একাদশ: সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আকবর আলী।

Facebook
Twitter
LinkedIn