আজ থেকে শুরু হয়েছে প্লে অফের লড়াই। আসরের প্রথম নক আউট ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। জয় পেলে আশা বাঁচবে শিরোপার, উঠে যাবে কোয়ালিফায়ার পর্বে। বিপরীতে হারলেই শেষ বিপিএল, মেনে নিতে হবে বিদায়।
এর আগে গ্রুপ পর্বেও দুবার মুখোমুখি হয়েছিল উভয় দল। যেখানে এক ম্যাচে ৬ উইকেট ও অপর ম্যাচে ৬৭ রানের জয় পায় ফরচুন বরিশাল। তবে আজ দুই দল মাঠে নেমেছে এলিমিনেটর পর্বে। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স, অর্থাৎ বরিশালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নুরুল হাসান সোহান।
এই ম্যাচ খেলতে নেমে দারুণ এক কীর্তির সামনে দাঁড়িয়ে ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএলের সপ্তম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে বিশ্বসেরা এই অলরাউন্ডার।
দুই দলেই আছে একাধিক পরিবর্তনের ছোঁয়া। রংপুরের একাদশে নেই রাহমানুল্লাহ গুরবাজ, ক্যাডমোর, নাভিন উল হক। এসেছেন নিকোলাস পুরান, দাসুন শানাকা, মুজিবুর রহমান ও ডুয়াইন ব্রাভো। বিপরীতে বরিশালের একাদশে এসেছেন ভানুকা রাজাপাকশে ও আন্দ্রে ফ্লেচার।
বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), ডুয়ানে প্যাট্রিউস, কামরুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, করিম জানাত, খালেদ আহমেদ, ভানুকা রাজাপাকশে ও আন্দ্রে ফ্লেচার।
রংপুর একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম শেখ, শামিম পাটোয়ারি, রনি তালুকদার, হাসান মাহমুদ, রাকিবুল হাসান, নিকোলাস পুরান, দাসুন শানাকা, মুজিবুর রহমান ও ডুয়াইন ব্রাভো, শেখ মেহেদী।