২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৫

টসে হেরে ব্যাট করবে নিউজিল্যান্ড

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের খুঁজে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ নেদারল্যান্ডস। ডাচরা আছে আসরে প্রথম জয়ের খুঁজে। যদিও তা বেশ কঠিন হবে নিঃসন্দেহে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ সোমবার মুখোমুখি হয়েছে দুই দল। খেলা শুরু হবে বেলা আড়াইটায়।

ইতোমধ্যে টস হয়েছে। টসে হেরে আগে ব্যাট করবে কিউইরা, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেদারল্যান্ডসের।

নিউজিল্যান্ডের একাদশে এক পরিবর্তন। চোট কাটিয়ে ফিরেছেন লুকি ফার্গুনসন, নেই জিমি নিশাম। আজো খেলছেন না কেন উইলিয়ামসন, টিম সাউদি ও ইশ সোধি। দুই পরিবর্তন আছে ডাচদের দলেও।

নিউজিল্যান্ড একাদশ : টম লাথাম, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, ডেরিয়েল মিচেল, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, ট্রেন্ট বোল্ট, মিচেল সান্টনার, গ্লেন ফিলিপস ও লুকি ফার্গুনসন।

নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ড, টিম প্রিংল, ফ্রেড ক্লাসেন, পল মিকিরেন, রুলেফ ভ্যান ডার মিরি, বেন্ডন গ্লোভার ও রায়ান ক্লেইন।

Facebook
Twitter
LinkedIn