২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৪৫
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৪৫

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

 বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ অফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে  অস্ট্রেলিয়া। 

আজ (বৃহস্পতিবার) ভারতের লক্ষেèৗয়ের একানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হয়েছে খেলাটি।

এদিকে, নিজেদের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে দারুন ভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে দক্ষিণ অফ্রিকা। কুইন্টন ডি কক, ভ্যান ডার ডুসেন ও মার্করামের তিন সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রানের জয় পেয়েছিলো প্রোটিয়ারা। এই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবার শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতে চায় টেম্বা বাভুমার দলটি। 

অন্যদিকে, স্বাগতিক ভারতের কাছে হেরে আসরের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ অফ্রিকাকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় প্যাট কামিন্সের দলটি। 

অস্ট্রেলিয়া স্কোয়াড : 

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস ল্যাবুসচেন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড 

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড 

খেলছেন কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি  

Facebook
Twitter
LinkedIn