২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:০৪
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:০৪

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

মুম্বাইয়ে বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এদিকে, অসুস্থ্যতার কারণে খেলছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্কাম ভারপ্রাপ্ত অধিনায়ক হয়েছেন। 

আজ (শনিবার) ভারতের ওয়াংখেড় স্টেডিয়ামে খেলাটি শুরু হয় দুপুর ২টা ৩০ মিনিটে।  

বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশরা তিন ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। আর প্রোটিয়ারা তিন ম্যাচ খেলে জিতেছে দু’টিতে। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে দু’দলের কাছেই খেলাটি গুরুত্বপূর্ণ। 

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: 

কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম, রাসি ফন ডার ডুসেন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, গেরাল্ড কোজি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি। 

ইংল্যান্ড স্কোয়াড: 

জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জস বাটলার, গাস অ্যাটকিনসন, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

Facebook
Twitter
LinkedIn