২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:২৮

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

তিন ম্যাচ ওয়ানডে ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ খেলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। আজ (বৃহস্পতিবার) আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির বাধায় টস বিলম্বিত হওয়ার শঙ্কা থাকলেও নির্ধারিত সময়ই টস হয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ। প্রথম ম্যাচে রেকর্ড ১৮৩ রানের জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ঐতিহাসিক এক ইনিংস খেলার পরেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। নয়তো দ্বিতীয় ম্যাচেই সিরিজ বিজয় নিশ্চিত করে ফেলতে পারতো স্বাগতিক বাংলাদেশ।

আজকের  ম্যাচে বাংলাদেশের একাদশে আছে এক পরিবর্তন। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচ খেলতে না পারা মেহেদী হাসান মিরাজ একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ।

Facebook
Twitter
LinkedIn