২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩৪
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩৪

টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে টস জিতে জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ আরভিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ফলে বোলিংয়ে দেখা যাবে টেম্বা বাভুমার দলকে।

বেলেরিভ ওভালে দেখা যাচ্ছে প্রথমে ব্যাট করা দলই জয় পায় বেশি। আজ দিনের প্রথম ম্যাচেও প্রথমে ব্যাট করে ৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সে হিসেবে জিম্বাবুয়ে কোনো চিন্তা না করেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নিলো।

টস জিতে আগে ব্যাটিং করার কারণ হিসেবে ক্রেগ আরভিন জানান, ‘এই ম্যাচের শুরুতে রান পাওয়াটা আমাদের বিশ্বকাপে একটা ভালো শুরুর পথটা গড়ে দেবে, খেলা যত গড়াবে সাথে সাথে উইকেটে গতি আসবে। ইতোমধ্যে কয়েকটি ম্যাচ খেলেছি আমরা, আশা করছি আমরা ভালো শুরু করব। আমাদের অবিশ্বাস্য সপ্তাহ ছিল গেল সপ্তাহটা এবং আমরা সত্যিই কিছু গুরুত্বপূর্ণ অর্জন করেছি এবং আশা করি আমরা আজ রাতে আরেকটি ভাল পারফরম্যান্স রাখতে পারব।’

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি

জিম্বাবুয়ে একাদশ
রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, টেন্ডাই চাতারা, রিচার্ড নাগারভা, ব্লেসিং মুজারাবানি।

Facebook
Twitter
LinkedIn