২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩৮

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। ইতোমধ্যে ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সাকিব আল হাসানের দলকে নামতে হবে ফিল্ডিংয়ে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে এ ম্যাচ। ম্যাচের আগের দিন খবরে সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা জাগলেও প্রথম টেস্টে ঠিকই নেমে পড়েছেন টসে। যদিও গতকাল পিঠের চোটে হাসপাতালে স্ক্যান করাতে হয়েছিল টাইগার এই অধিনায়কের। তবে সবকিছু অনুকূলে থাকায় মাঠে নামতে কোনো বাঁধার সম্মুখীন হতে হয়নি সাকিবকে।

বাংলাদেশ দল আজ দুই পেসার, তিন স্পিনার ও সাত ব্যাটার নিয়ে মাঠে নামছে। অনুমিতভাবে অভিষেক হয়েছে ব্যাটার জাকির হাসানের। 

তামিম ইকবালের ইনজুরিই ভাগ্য খুলে দিয়েছে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান জাকিরের। ২০১৬ যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বয়সভিত্তিক ক্রিকেটে ভালো খেলে আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন চৌকাঠেও পা রেখেছেন কয়েক বছর আগে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতেও তামিমের ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। যদিও বাদ পড়ে যান তার পরেই।

অবশেষে ৫ বছর পর ক্রিকেটের কুলীন ফরম্যাটে তার অভিষেক হলো। জাকিরের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন অধিনায়ক সাকিব আল হাসান। 

২০২১ সালে এক বর্ষপঞ্জিকায় এক হাজার রান করে আলোচনায় ছিলেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। এবার ঘরোয়া ক্রিকেট ৪৪২ রান করে নিজের অবস্থান শক্ত করেছেন। এর পর তো ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তার ম‌্যাচ বাঁচানো ১৭৩ রানের অবিশ্বাস‌্য ইনিংসেই খুলে যায় জাতীয় দলের দরজা।  

ভারতীয় দলের জন্যও সুসংবাদ হলো বিরাট কোহলিও সুস্থ হয়ে একাদশে ফিরেছেন। তারা আজ তিন স্পিনারের সঙ্গে দুই পেসার নিয়ে মাঠে নামছে। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলী, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

ভারতীয় একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

Facebook
Twitter
LinkedIn