২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:২১
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:২১

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ।

সিডনি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অর্থাৎ বাংলাদেশ ফিল্ডিং করবে।

এবারের বিশ্বকাপের গ্রুপ ২-এ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে নেদারল্যান্ডসকে। যার ফলে বর্তমানে ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে গ্রুপের শীর্ষে। ওদিকে দক্ষিণ আফ্রিকা একই দিনে পুড়েছে আশাভঙ্গের বেদনায়। জিম্বাবুয়ের বিপক্ষে যখন দলটি জয় থেকে ১৩ রান দূরে, তখনই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। ম্যাচটা হয় পরিত্যক্ত, ১টি করে পয়েন্ট যায় দুই দলের খাতায়!

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, অনরিখ নর্কিয়া, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডা, ট্রিস্টান স্টাবস।

Facebook
Twitter
LinkedIn