২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪৯

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সাথে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জয়ের জন্য একে অপরের মুখোমুখি। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১১ টায় শুরু হবে ম্যাচটি।

ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক আয়ান আফজাল খান। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। যুব এশিয়া কাপে প্রথমবার শিরোপার ছোঁয়ার লক্ষ্যে মাঠে নামছে উভয় দল।

যুব এশিয়া কাপে অংশ নেওয়ার সময় উভয় দলই কিন্তু ফেভারিট হিসেবে প্রবেশ করেনি। প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। আর পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় আমিরাতের যুবারা।

Facebook
Twitter
LinkedIn