২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৮

টাঙ্গাইল কমিউটার ট্র্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোররাতে টাঙ্গাইলে ঘারিন্দা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্টেশন সূত্রে জানা গেছে, ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশে সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ জানান, রাত ৩ টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। 

কমিউটার ট্রেনটি টাঙ্গাইল থেকে ঢাকা মুখী হয়ে দাঁড়িয়ে ছিলো। পুলিশ জানিয়েছে, রাত ৩ টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেনে আগুন লাগে। 

Facebook
Twitter
LinkedIn