‘ন ডরাই’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান সময়ের আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’তে অভিনয় করে আবার আলোচনায় এসেছেন তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ১০টি পুরস্কার পেয়ে সাড়া ফেলেছে ছবিটি। সর্বশেষ নিউইয়র্কের প্রিমিয়ার উডস্টক ফিল্ম ফেস্টিভালে সেরা শর্টফিল্ম পুরস্কার জিতেছে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
এই চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানান সুনেরাহ। এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নির্মাতা নুহাশ হুমায়ূনের অসাধারণ গল্প, ভাবনা ও কাজের প্রতি একাগ্রতা দেখে আমিও শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। তাঁর সঙ্গে কাজের বোঝাপড়াও ভালো। অনেক কিছু শিখতে পেরেছি। দৃশ্যধারণকালে অনেক পরিশ্রম হয়েছে। টানা পাঁচ দিন না ঘুমিয়ে শুটিং করেছি। দর্শক এটি গ্রহণ করেছেন, যে জন্য কষ্ট একটু হলেও সার্থক হয়েছে।’
ভৌতিক পরিস্থিতিতে দুই বোনের গল্প দেখানো হয়েছে এতে। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মশারি প্রশংসা পাচ্ছে চলচ্চিত্রটি।