২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:০৮
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:০৮

টানা ৯ কর্মদিবস দর বাড়ছে মেঘনা ইন্স্যুরেন্সের

বীমা খাতের নতুন কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের তালিকাভুক্তির পর থেকে ধারাবাহিকভাবে দর বাড়ছে। প্রায় প্রতিদিনই কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে অবস্থান করছে। আজ সোমবারও শেয়ারটি দর বাড়ার শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, কোম্পানিটি গত ৮ জুন ডিএসইতে লেনদেন শুরু করে ১১ টাকায়। আজ ২০ জুন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ হয়। অর্থাৎ মাত্র ৯ কর্মদিবসে শেয়ারটির দর ১২ টাকা ৩০ পয়সা বা ১১১.৮০ শতাংশ বেড়েছে।
তথ্য অনুযায়ী, ডিএসইতে আজ মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার দর ২ টাকা ১০ পয়সা ৯.৯১ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

কোম্পানিটি ১৪৪ বারে ২ হাজার ৮৪৭টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৪.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা  বা ৩.৩৭ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, জেএআই হসপিটাল, হাক্কানি পাল্প, ন্যাশনাল ব্যাংক, ক্রাউন সিমেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn