Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০০

টালিউডে অভিষেক হচ্ছে পরীমণির

টালিউডের সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের চিত্র নায়িকা পরীমণি। পরীমণির বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা সোহম। সিনেমাটির নাম ‘ফেলুবকশি’। এটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। 

এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনায় অভিনয় করলেও এবার পুরোপুরি পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি সিনেমায় অভিনয় করবেন পরীমণি। 

পরীমণি বলেন, অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে তাদের কাজগুলো অনেক গোছানো। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছা অনেক দিনের, তাই ভাবলাম এ সিনেমা দিয়েই শুরু করা যায়।

জানা যায়, ‘ফেলুবকশি’ থ্রিলার গল্পের একটি সিনেমা। এতে পরীমণি লাবণ্য চরিত্রে অভিনয় করবেন। রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। পরীমণি জানান, আগামী সপ্তাহে সিনেমার কাজে কলকাতায় যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচদিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন পরীমণি।

Facebook
Twitter
LinkedIn