২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:১৯
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:১৯

টিকটকের’ মতো হচ্ছে ফেসবুক, বৃহস্পতিবার থেকে বদলে যাবে

দ্রুতই বদলে যাচ্ছে সামাজিক মাধ্যমের সবচেয়ে বড় প্লাটফর্ম ফেসবুক। মেটার ঘোষণা অনুযায়ী ফেসবুক সাজছে টিকটকের আদলে! টিকটক অ্যাপে যেভাবে পরপর ভিডিও দেখা যায়, ফেসবুকেও সোয়াইপ করার অপশনটি যোগ হবে। আর এটি কার্যকর হবে আগামী বৃহস্পতিবার থেকে।

শর্ট ভিডিও মেকিং এবং শেয়ারিং অ্যাপ টিকটকের জনপ্রিয়তা বিশ্বব্যাপী বেড়েই চলেছে। যার প্রভাব পড়ছে অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর উপর। বিভিন্ন সাইট ও প্লাফর্মের জনপ্রিয়তা কমে গেছে টিকটকের কারণে। এ থেকেই বিভিন্ন প্লাটফর্ম নিজেদের প্রযুক্তিতে পরিবর্তন আনছে।

জানা গেছে, ফেসবুক অ্যাপের হোমপেজ টিকটকের মতো দেখতে হবে। সেখানে পরপর ভার্টিকাল পাবলিক ভিডিও আসতে থাকবে। এছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে ফেসবুকে। 

শুধু তাই নয়, রিলস, টিকটকের মতো ভিডিও ও স্টোরিজ সব কিছুই ফেসবুক অ্যাপের হোম স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন গ্রাহকরা। অ্যাপ হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব পাবেন। এছাড়াও গ্রাহক যে বিভাগ বেশি ব্যবহার করেন সেই বিভাগের শর্টকাট নিজে থেকেই অ্যাপে যুক্ত হবে। এছাড়াও অ্যাপের প্রধান ফিডকে আর নিউজ ফিড বলা হবে না।

Facebook
Twitter
LinkedIn