Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪৬

টিকার মজুদ ২ কোটি ডোজ, মেয়াদ শেষ নভেম্বরে

আগামী নভেম্বরের পর আর করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সোমবার (২৫শে জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির সমন্বয়ক শামসুল হক একথা জানিয়েছেন। 

তিনি জানান, দেশে বর্তমানে করোনার এক কোটি ৯৩ লাখ ডোজ টিকা মজুদ আছে। যার মেয়াদ শেষ হবে নভেম্বরে। তাই যারা এখনও প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেননি, তারা যদি নভেম্বরের আগে না নেন, তবে আর পাবেন না। 

তিনি আরও জানান, এখনও ৩৩ লাখ মানুষ করোনার টিকার প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেননি। তবে টিকার বুস্টার ডোজের পর্যাপ্ত মজুদ রয়েছে। যারা এখনও টিকা নেননি তাদের দ্রুতই টিকা নেয়ার আহŸান জানান তিনি। 

এ পর্যন্ত করোনার ৩০ কোটি ৮৯ লাখ ডোজ টিকা কেনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ২৮ কোটির বেশি ইতোমধ্যে ব্যবহার হয়েছে।

Facebook
Twitter
LinkedIn