কয়েকটি দেশ ও সংস্থা থেকে শিগগিরই বিপুল পরিমাণ টিকার চালান দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
‘সুখবর’ শিরোনামে মন্ত্রী তার ফেসবুক টাইমলাইনে লিখেন, আমাদের জেনেভা মিশন জানিয়েছে যে, কোভ্যাক্সের মাধ্যমে আরও তিন মিলিয়ন (ইতোমধ্যে ২৫ লাখ এসেছে।) মডার্নার ভ্যাকসিন পাচ্ছি, শিপমেন্ট রেডি আছে।
তিনি বলেন, জাপানিরা ২৫ লাখের পরিবর্তে ২৯ লাখ এস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভ্যাক্সের আওতায় দেবে।
মোমেন বলেন, চায়নিজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার ১৫ তারিখে তাসখন্দে সাক্ষাৎ হবে এবং চায়নিজ সরকার আরও এক মিলিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসেবে দেবে।
মন্ত্রী বলেন, ইইউ থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ ২০ হাজার টিকা আগস্টে আসবে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা এখন ভালো অবস্থানে আছি। একটি লাইনআপ তৈরি করেছি। আমি মনে করি, এখন আর টিকার সংকট থাকবে না এবং কোনো বাধা ছাড়াই টিকা দেয়ার কর্মসূচি চলবে।
মোমেন বলেন, চুক্তি অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে চীনের সিনোফার্ম থেকে কেনা টিকার ডোজ দেশে আনার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
‘এই তিন মাসের পর চুক্তি সম্প্রসারণ নিয়ে আলোচনা চলছে এবং চীনা পক্ষ জানতে চেয়ে বাংলাদেশের কতটুকু লাগবে। আমরা চুক্তিটি প্রসারিত করব। পরিমাণ সম্পর্কে তাদের জানাতে তারা একটি তারিখ দিয়েছে,’ বলেন মন্ত্রী।