আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে নিজের তৃতীয় ওভারেই পঞ্চম উইকেট তুলে নেন দেশসেরা অলরাউন্ডার। আর এতেই নিউজিল্যান্ডের টিম সাউদিকে (১৩৪) ছাড়িয়ে গড়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেলেন সাকিব আল হাসান। এ নিয়ে সাকিবের উইকেট এখন ১৩৬টি।
প্রথম দুই ওভারে তিন উইকেট পাওয়ার পর তৃতীয় ওভারে জোড়া আঘাত হানান সাকিব। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলটি ব্যাটে খেলতে পারেননি ডকরেল, সরাসরি তার প্যাডে আঘাত হানে। তাতে আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিও নেন সাকিব। ফলে আউট দিতে বাধ্য হন আম্পায়ার। একই ওভারের শেষ বলে সাকিবের আর্ম ডেলিভারীতে বোল্ড হয়েছেন ট্যাক্টর। এই ব্যাটারকে ২২ রানে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন সাকিব।
প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক ম্যাচে পাঁচ উইকেট শিকারের রেকর্ড এখন সাকিবের। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ডও নিজের করেছেন বাংলাদেশ অধিনায়ক।