২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪৫
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪৫

টি-টোয়েন্টিতেও উইন্ডিজকে উড়িয়ে দিতে চায় ভারত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের পর এবার শুরু হচ্ছে ভারতের টি-টোয়েন্টি মিশন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ভারত অধিনায়ক রোহিত শর্মার লক্ষ্য ওয়ানডে সিরিজের ফলের পুনরাবৃত্তি করা। অন্যদিক উইন্ডিজ অধিনায়ক কিয়েরান পোলার্ড চান ঘুরে দাঁড়াতে। এই সিরিজের আগে রোহিত শর্মাকে মুখোমুখি হতে হচ্ছে বিরাট কোহলির ফর্ম নিয়ে ওঠা নানা প্রশ্নের। তাছাড়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল কেমন হবে তারও একটা ইঙ্গিত থাকবে এই সিরিজে।

ওয়ানডে সিরিজে অসহায় আত্মসমর্পণের পর এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন উইন্ডিজ অধিনায়ক পোলার্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে পোলার্ড-পুরানরা বরাবরই ভালো খেলে। পৃথিবীর যেকোন মাঠে ঝড় তুলতে সক্ষম উইন্ডিজ ব্যাটাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারত দল আছে ফর্মের তুঙ্গে। সর্বশেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে রোহিত বাহিনী। এর মধ্যে আছে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের আছে ধারাবাহিকতার অভাব। শেষ পাঁচ ম্যাচে তিন জয়ের বিপরীতে দুই হারের মুখ দেখেছে পোলার্ডের দল।

টি-টোয়েন্টি সিরিজে  উইন্ডিজ দল অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে দল গড়েছে। তাই দলে ড্যারেন ব্রাভো, শাই হোপের মতো ব্যাটাররা যখন খেলার হাল ধরার প্রয়োজন মেটাবে তখন পাওয়ার হিটিংয়ে দ্রুত রান তোলার চাহিদা পূরণ করবে পুরান, পাওয়েল, ব্রেন্ডন কিং। অধিনায়ক পোলার্ড ও ফিরেছেন ফিট হয়ে। দ্রুত রান তুলতে তার দিকেও চেয়ে থাকবে দল।

ভারত বিশ্বকাপের দল নির্বাচনের জন্য খুব বেশি পরীক্ষা নিরীক্ষা চালাবেন না এই সিরিজে। রোহিত শর্মা ভরসা রাখছেন তার বিশ্বস্ত দলের ওপরেই। ভারত দল থেকে ইনজুরিতে ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর। তার জায়গায় দলে ফিরেছেন রিস্ট স্পিনার কুলদীপ যাদব। ওপেনিংয়ে অধিনায়ক রোহিতের সঙ্গী হতে পারেন আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি  হওয়া ইশান কিষান। একাদশে থাকতে পারেন শ্রেয়াস আইয়ার ও সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে ভারতের দুশ্চিন্তার নাম কোহলি। রানখরায় ভোগা কোহলির ফর্মে ফেরার দিকে তাকিয়ে গোটা ভারত।

বোলিংয়ে নতুন পেসারদের বাজিয়ে দেখতে চান রোহিত । দীপক চাহার, ভুবনেশ্বর কুমারের জায়গায় আজ নামতে পারেন আভেশ খান ও মোহাম্মদ সিরাজ। দুই লেগ স্পিনার জুঝবেন্দ্র চাহল ও রবি বিষ্ণুইয়ের যেকোন একজন থাকতে পারেন স্পিন আক্রমণের নেতৃত্বে। ডেথ ওভার বোলিংয়ে এগিয়ে থাকায় হারশাল প্যাটেল আসতে পারেন শার্দূল ঠাকুরকে বেঞ্চে পাঠিয়ে।

দু’দলের মুখোমুখি লড়াইয়ে এখনো এগিয়ে ভারত। ১৭ ম্যাচে ভারতের জয় ১০টি ম্যাচে। অন্যদিকে উইন্ডিজ জয় পেয়েছে ৬টি ম্যাচে।

ভারতের বর্তমান অধিনায়ক রোহিত ও সাবেক অধিনায়ক কোহলি দাঁড়িয়ে দারুণ এক রেকর্ডের সামনে। দুজনের মোট রানের তফাৎ মোতে ৩০ রানের। বিরাট কোহলি ৩২২৭ রান নিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিকের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে ৩১৯৭ রান নিয়ে রোহিত আছেন তালিকার তিনে। এই সিরিজে দুজনেরই সুযোগ থাকছে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। উল্লেখ্য টি-টয়েন্টি আন্তর্জাতিকের সর্বোচ্চ রান সংগ্রাহক মার্টিন গ্যাপটিল। তার রান সংখ্যা ৩২৯৯ রান। 

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, ঋশভ পান্ত (উইকেটকিপার), সুর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, হারশাল প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জুঝবেন্দ্র চাহল, আভেশ খান।

উইন্ডিজ সম্ভাব্য একাদশ
কাইল মেয়ার্স, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (উইকেটকিপার), কিয়েরান পোলার্ড (অধিনায়ক), রভম্যান পাওয়েল, লেসন হোল্ডার,রোমারিও শেপার্ড, ফাবিয়েন অ্যালেন, ওডেন স্মিথ, আকিল হোসেইন, শেল্ডন কটরেল। 

Facebook
Twitter
LinkedIn