মঙ্গলবার ভোরে লেচুয়াপ্রাংয়ের জামাল হোছনের বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় বসতঘর তল্লাশী করে উদ্ধার করা হয়েছে দুইটি দেশীয় রাইফেল, ১৩ রাউন্ড গুলি, দুই রাউন্ড খালি খোসা, চারটি ধারালো অস্ত্র, ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ/আইস ও ১১ হাজার পিস ইয়াবা।আটক আলমগীর জামাল হোছনের ছেলে।র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. আলমগীরকে আটক করা সম্ভব হলেও তার সহযোগী আরও দুই জন পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলমগীর জানিয়েছে, পলাতক আসামীদের সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র দিয়ে অপরাধমূলক কর্মকান্ডসহ মাদক ব্যবসা করে আসছে।
তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।