২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪৯

টেকসই উন্নয়নের জন্য সরকার হটাতে হবে’

বিদ্যুতসহ সব খাতে সরকারের অব্যবস্থাপনায় দেশের মানুষ কষ্টে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ রোববার (৩১শে জুলাই) সকালে, জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

এসময় তিনি বলেন, শহরের চেয়ে গ্রামাঞ্চলের মানুষ বিদ্যুতের অভাবে বেশি কষ্টে আছে। সরকার রপ্তানির কথা বললেও এখনো বিদ্যুত আমদানি করতে হচ্ছে। নজরুল ইসলাম বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্য পরিবর্তন হবেনা।

স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য সরকার হটাতে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

Facebook
Twitter
LinkedIn